!...সুখ কিংবা শোক...!


নারী, তুমি কখনো আচল তলায়,,
কখনো খোলা জানালায়
কখনো তুমি উত্তাল পদ্মায়
কভু তোমার উন্মুক্ত হৃদয়


কখনো অবরোধবাসিনী
কভু সন্ন্যাসিনী
কখনও মন মানুষ নিয়ে করো খেলা
কখনো জীবনকে করো অবহেলা


কখনো, কারো হাতে তুলে দাও কলম
তোমার জন্য সে লিখে ফেলে
নারী মহিয়সী
নারীকে ভালোবাসি
আরো কত মধুর ছন্দ
যা মানুষের জীবনে  আনে-আনন্দ


কখনো, কারো কন্ঠে তুলে দাও সুমধুর সুর
কখনো, কারো হৃদয় যন্ত্রণায় ভরপুর


       বহুরূপী তুমি,
    আসলে তুমি কে?
        কে তুমি?
    জানতে ইচ্ছে করে
    বলতে ইচ্ছে করে
   তোমায় ভালোবাসি


বলতে পারিনা অকপটে
        কারন
কাউকে রাখো শোকে
কাউকে রাখো সুখে


       নারী,
   তুমি আমার জন্য
    সুখ নাকি শোক.....???  ....????