ওইখানে তারাদের ভীড়ে
ওইখানে স্থির হয়ে আছো
স্নেহের পরশখানি বাতাসে
ভেসে যায় চরকার সুতো।


সময় স্তব্ধ করে রাখে
বিষাণুর বর্ধমান ছায়া
দেবদারু পাতায় জীবন
ঝিরি ঝিরি কাঁপে সঙ্গীহীন
সব হাওয়ামোরগের মুখ
উত্তরে সরে যায় যত
সে তবে মানবসম্ভূত?


ওইখানে তারাদের ভীড়ে
বেড়ে যায় তারাদের ভীড়
বহমান চিন্তার স্রোত তবু
মরা সোঁতা শৈবালে স্থির।


গহন তমসা মুকুর
ভেঙে ভেঙে যায় যদি
যদি খসে পড়ে তারা
ভেসে ভেসে যায় বহুদূর
স্থবির শৈবাল দামে
জন্মায় মেধাবী অঙ্কুর।