বাবা
মাথা ঠুকে কথা দিলাম
তোমার জীবনের বোঝা হবো না
অভাবের গলার     ফাঁস হবো না
দেয়াল দেওয়া আঁতুড় ঘরের ভুবন কাঁথায়
দুর্নিবার অনুভবের জীবন মেলার মুহূর্তের দরজা খুলে
আমাকে আসতে দাও সম্মতির নির্জনে
মায়ের প্রসব বেড়া খুলে ।


তোমার কঠোর দিনে সমস্ত বিষাদ মুছে
আমি হবো  তোমার  চিন্তাহরণ নন্দিনী
কাজের কন্যা আষ্টেপৃষ্ঠে সংসারের ধারাপাতে
প্রহর জুড়ানো প্রশান্তির নিরাময় নিঃসঙ্গ বিনিদ্র রাতে
উলসে সম্প্রীতির কামনা দৈবাৎ সুপ্ত হনন ভুলে
আমাকে আসতে দাও প্রত্যয়ের গাহনে  
মায়ের জঠর ব্যথা খুলে ।


রোজগার কাজ কর্ম ক্লান্তির স্পর্শে   তোমার শরীর ঝাঁঝরা হলে
আমি হবো তোমার সান্ধ্য আকাশ ডানামেলে ঘরের দুয়ারে ঢলে  
ফসল তোলার উদ্বেগ জড়িয়ে দু’হাতের বাঁধন খুলে
আমাকে আসতে দাও রক্তের লালিমায়  
মায়ের আনন্দ বিহান ফুলে ।


আমি জানি পুরুষ পুত্র আগামী দিনের অর্থ বৃত্তির সুত্রধার
সব ঝি কন্যা উদ্বৃত্ত খরচপত্র  সময়ের কাঁধে দেনার ভার।



বিকাশ দাস / মুম্বাই / ০৪/০৩/২০১৮