ঈশ্বর সূর্যোদয়
ঈশ্বর   সূর্যাস্ত
গাছ গাছালির রোদ্দুর ছায়া
ঝিরিঝিরি      পুণ্যি হাওয়া।
ঈশ্বর মন্ত্র শ্লোক
ঈশ্বর আনন্দ শোক
অমোঘ পরিত্রাণ  একবুক আশা
দু’হাত মাখা আদর ভালোবাসা
মাটির বিছানাপাতা  শীতল পাটি  
সর্বস্ব নিঙড়ে গায়ে গতরে উপলব্ধির ঘুঙুর।


একশিলার সংসার  দূর বহুদূর
দুপুর পাগল ঠা-ঠা রোদে আকাশের মাথায়
মেঘের কলসিতে  বৃষ্টির উছলানো জল খিদের সাদা ভাত।  


সাদামাটা
রমণীর ঘরদোরে  নিত্য পড়ে থাকা ঝাঁট  
নিকোনো উঠোনে একরাশ ভোরের মাঠ
বেঁচে থাকার শিকড় মানুষের গন্ধে নিপাট।


ঈশ্বর / দুই


আসলে দুঃখ ঘরদোর ছুঁতে না পারে বলে
মানুষ ঈশ্বরের অর্চনায় নিজেকে বিলিয়ে দিতে চায়
উনার পায়ের তলায় সারা জীবন কাটিয়ে দিতে চায়।


ঈশ্বর বলেন...
ফুল ছুঁড়ে প্রনমিত শরীর আলোর ভাগ্যদাতা নয়
পিঠে সৌভাগ্যের ডানা জুড়ে দিলে স্বাধীনতা নয়
দাসত্ব আঁকড়ে  মঙ্গল নয়
উল্লাসের ছিনাল মঙ্গল নয়
জীবনের কল্যাণ
পিতামাতার আশীষে বন্ধুর চোখের সহবাসে।
মানুষের আলিঙ্গন
জীবনের শুশ্রূষায় ক্ষমাশীল হতে ছুটে আসে।


***