কবিতা কি পাথর
কল্পনাতীত
দু’হাতের শ্রম ভেঙে ভেঙে মানুষের আদলে
মূর্তি বানানো
শব্দের আঁচড় অনুসন্ধিৎসু
সৌন্দর্যয়ের লাবণী  রক্তঘাম ।


কোন এক খোলা প্রত্যহে  
বাজারের চৌমাথায় একলা ছেড়ে আসা
জমজমাট মানুষের যাওয়া আসার ভিড়ে
মুক্তির বোধ ।


ক্রমশ
কবির নির্মাণ
নিঃশ্বাস নিস্তরঙ্গ
অযত্নে ভেঙে ভেঙে মৃত্যুর খটকা
আর এক পাথর রুদ্ধশ্বাস সমাধি কবিতার শেষ পাতা ।


বিকাশ দাস / মুম্বাই