তোমার নাকি অসুখ
থেকে থেকে শরীর উঠছে কেঁপে ব্যথায় সর্বস্ব শরীর চুর
আজ হেঁশেলে কোনো আয়োজন নেই  
ঘুমের জাজিমে শরীর কাত  
আজ মৃন্ময়ী নিজের শোবার ঘরে জড়োসড়ো বিছানার চাদরে ।


আজ বাড়ির ময়না কথাও বলেনা  
সকাল সকাল তিনিও গেছেন ময়না তদন্তে।


তোমার ক' দিন ধরে অসুখ  না তোমার মুলো ষষ্ঠীর উপোস ।
আজ হেঁশেলে উনোনের আঁচ বয়ে যাচ্ছে  
ডাইনিং টেবিলে খাবার সাজানো হচ্ছে  
তুমি কি জানো ?
গতকাল লোকটা বিনা অসুখে মারা গেলো
মানুষ অসুখে মরে আবার মানুষ বাঁচেও না অ-সুখে ।


চটপট হাত ধুয়ে ফেলো  
শোনো .... আজ সন্ধ্যায় তৈরি থেকো
ছবি ঘরে ভালো ছবি দিয়েছে "সুখের সন্ধানে" দেখতে যাবো ।
আচ্ছা বেশ
পকেটে রুমাল রেখে দিয়েছি  প্রয়োজনে ব্যবহার করো
আতর ফুরিয়ে গেছে  পারলে এনো
সাথে কাঁচাছোলা ও মেয়েদের ব্রতকথা ।  


বিকাশ দাস / মুম্বাই