কলমের দাগে কবির কবিতায় চাঁদ কলঙ্কিত।
ফুলের দাগে শব্দের পাথর আজ ঈশর।
পাষাণ পল্লবিত।  
কবির দু চোখ মুখরিত।


শব্দের ঘুমে শব্দের রাত্রি শব্দের ভোর
একলা একা কবিতার শিরদাঁড়ায়।
কবির পরকীয়া প্রেমে নিত্য হাঁটা তোর্,
যাযাবর শব্দ কবিতার পান্থশালায়।
শব্দের শ্যাওলা কবিতার জলে আশ্রিত।
যদিও সূর্য  পিপাসিত।
কবির দু হাত মুকলিত।


বৃষ্টির দাগে শব্দের ধুলো আজ সরব।
বাতাস উচ্ছসিত।
কবির দু হাত বিসর্জিত।


বিকাশ দাস
মুম্বাই