উঠেছে ঝড় ভেঙ্গে দিতে ঘর
এলি না বঁধূয়া করে দিলি পর
আজ তুই আমায়।


কতো আশা ভালবাসা
বুকে  যে আছে বাঁধা
আমি কালা হয়ে যাই   তুই হবি বলে রাই
ঠোঁটের বাঁশিতে সুর সাজাই।।


নীল চাঁদ নীল যমুনা
চঞ্চল হায় যে নয়না
সুখ ভরা কামনায়     তুই হবি বলে রাই
চোখের আরশিতে মন সাজাই।।


চার দিক সুন সান
মন যে আন চান
মেঘ লাগা বর্ষায়     তুই হবি বলে রাই
বৃষ্টির সুরভিতে ঘর সাজাই।।


বিকাশ দাস
মুম্বাই