তোমার দুচোখ রেখেছো একাকার
যখন ভাঙ্গছিলো  ঝন ঝন করে বৃষ্টির কাঁচ
রোদ্দুরের  আঁচে।  দেখছিলে কাঁখ বাঁকানো নাচ
এক অসূর্যম্পশ্যা নারীর।


আমি ছুটেছিলাম কুড়োতে বৃষ্টির ফোঁটা
দু হাত আমার রক্তের আল্পনায় যদিও একাকার।
এ জখম আঘাত
হৃদয়ের হয়রানিতে বাঁধছিলো অবাধে ভালবাসা
শুধু তোমার।


তুমি দেখলে না ছুঁয়ে একবারও
আমার উপোসী ঠোঁটের পাতায় যতো রোদ বৃষ্টির সাত কাহন।


বিকাশ দাস
মুম্বাই