(১)
না দিলেও সাড়া তুমি  
আসতে পারি  জেনো আমি  তোমার কাছে ।
শিশু সুলভ ঘুম আমার কারো কোল পেতে
সঙ্গে থাকার ভিড়ের মাঝে।
(২)
ছাড়া ছাড়ির মুহর্ত গুলো সহজ করে তোলো
ভেঙ্গে সাঁকোর যত পার ।
পারো যদি আমার স্বপ্নে এসে কথা বোলো
ঘুমের গন্ধে একাকার।
(৩)
তোমার খাতিরে আমি আমাকে
করে চলেছি নিত্য ক্ষয় ।
তুমি আছ জেনে আমার শরীরে
আর কি কোন সময়ের ঋতুর আছে ভয় !
(৪)
দুনিয়া চুলোয় গেলে যাক
ভুল রোদ বৃষ্টি রম্য পাক,
তবু তোমায় বলতে পারি না তুমি আমার পর ।
গাছের ছায়া জড়িয়ে গাছে
তোমার ডেরায় খুঁজবো ভালোবাসার শিকড়।
(৫)
নিজেকে এতো শীঘ্র এতোটা সহজে নিজের
আদল বদলে নিতে পারি ,
কখনো ভাবেনি নিজের কাছে আমি নিঃসম্বল মুফলিস হতে পারি
ক্ষমা প্রার্থী সময়ের গুমোট আয়নায়।
(৬)
একটু পাঁচ ফোড়ন দাও
আমার জীবনের রান্নায়।
একটু অশ্র্রর জ্বলন দাও
আমার অভিমান কান্নায়।
(৭)      
কারো আশ্রয়ের পান্থশালায়
যদি কষ্ট কাঁদে নিঃশব্দতায়।
দু চোখ আমার উজার করো    
ভালোবাসার স্পর্শ নির্দ্বিধায়।        
(৮)                  
কিছু কথা কিছু আলাপ দু চোখ ভূলিয়ে রাখে।    
কিছু কথা খোলা হলে বুকের ভেতর    
কান্নার বর্ষা ডুবিয়ে  রাখে।      


বিকাশ দাস
মুম্বাই
মহা অষ্টমী
২১/১০/১৫