(৮২)
নীরব সব সন্ধ্যার আকাশে আজ  মাখিয়ে আলোর সরবে  
খুঁজবো প্রেম এক দুজনের বন্ধ চোখের বন্ধ ঠোঁটের তলবে।


(৮৩)
অনেক নামের ফুল সাজিয়ে রাখো    তোমার খোঁপার চাতালে
যেন অরণ্য চাঁদের কাঁথায় আমার কাব্য গাঁথা লজ্জার আড়ালে।


(৮৪)
তোমার সিক্ত পলকের হাসির ঝিলমিল   রোদ্দুরে বর্ষা নামার মতো
তোমার স্নান ঘরে ঝাপসা কাঁচের গায়ে  সাগরের ঢেউ লাগার মতো।


(৮৫)
সকালের পাখি ছুটে আসে অল্প কিছু দানার  লোভে  অন্য বাড়ির বারান্দায়
ছুটছি সবাই ক্ষুধার বোঝা নিয়ে খুঁজতে টাকাকড়ির রাংতা হাড়ভাঙা ধান্দায়।


(৮৬)
আমার ঠোঁটের পাতায় তোমার চোখের পাতার যখন পরশ লাগে
তোমার কোন অনুরঞ্জনে আমার সারা শরীরে নেশার বিপ্লব জাগে।  


(৮৭)
আমার নাম লিখোনা তোমার ঠোঁটের রঙে বা কাজলের দাগে
পর্দা ফাঁস হতে পারে
আগুন জ্বলেছিলো বা হয়েছে পুড়ে ছাই গোচর প্রেম কোন রাগে
লোকের ঈর্ষা হতে পারে।


(৮৮)
জীবন উদাস হলে  বাসি ফুল ফেলে দিও
ভোরের ফুলদানিতে নতুন ফুল ধরে নিও।


(৮৯)
খুশি কম হোক বা বেশী হোক
জীবন থাক তোমার কাছেকাছে
আসে পাশের বাড়ি সুখী হোক
মরণ থাক চুলোর গাছে গাছে।


(৯০)
দু চোখে চমক লাগে  ঘুমের শয্যায়
দু হাতে গমক লাগে  স্বপ্নের  লজ্জায়।


বিকাশ দাস
মুম্বাই