কবি বন্ধুরা ...
তোমার পছন্দ মতো সমবেত শব্দ যতো
প্রতীতি আঙুলে কুড়িয়ে তোমার লুকোনো
অভিধান থেকে,
লেখো ...
সন্ধ্যা ভোর রাত্রির প্রতিহত হৃদয় জোড়া হৃদয় ভাঙা;
আকাশ পাখি মেঘ বৃষ্টির,
ছায়ার মোহক রোদ দৃষ্টির,
তোমার মত করে  বিষাদ ভুলে
এক ঘর থেকে আর এক ঘরের সব দ্বার খুলে।

লেখো:
রঙ রয়েছে পড়ে অনুভবের আবেগের সুখ ধরে
যদিও নজর কাঁচা সরস তৃষ্ণার গন্ধে বুক ভরে।
লেখো:
কে খারাপের আড়ালে নষ্ট ছায়ে
সারাদিন ?
কে হাঁটে ভালোর খাপে অসুখ পায়ে
সারাদিন ?
লেখো:
সব দুঃখ কষ্টর কথা
বুক ফাটা জলভরা পাটাতন
দীর্ঘ ভারে
দুচোখের নীরব প্রতিবাদ
নদী থেকে সাগরে।

লেখো:
ব্যথার অন্তসারে নিঃশ্বাসের        ভেতর সততার আঁচ
বাতাসের হোমে ভরসার আগুন ছাই মাখা মনিময় কাঁচ।
লেখো:
দুঃখ কষ্টর মধ্যে সংঘর্ষ আর সপ্নের বসুন্ধারা;
দুহাত ভর্তি ক্ষুধার খুদা ধানে চালে ভাতে কুশলপারা।


লেখো:
এরাই অন্ধকার;
এরাই অন্ধকারের শ্রেয়সী চাঁদ;
এরাই জোয়ার ভাটার রূপোসি ফাঁদ।

                    যে ব্যথা নিঃশ্বাসের নিশব্দতায়;
                    এরাই চাঁদলগ্ন ধারাময় বসুধায়।


বিকাশ দাস
মুম্বাই
৬/১২/২০১৫