এক টুকরো   ঘর জোড়া দীঘল কাঠে
এক টুকরো   ধান চালের নিমগ্ন ভাতে ।
এক টুকরো   বাসন মাজার পিছল ঘাটে
এক টুকরো   হাড় খাটুনির নিরন্ন রাতে ।

এক টুকরো   গন্ধ মাখা চিকন রুমালে
এক টুকরো   শুষ্ক পাতার মিহিন ডালে ।
এক টুকরো   কাঁচা লঙ্কা সাদা নুনে
এক টুকরো   সাদা মাঠা রমনীর গুণে ।

এক টুকরো   চোর চোর বুড়ি ছোঁওয়া খেলা  
এক টুকরো   স্বপ্ন রাঙা রাত্রি লুকোচুরির মেলা ।
এক টুকরো   ঘর সাজানোর পর্দার নকশী রঙে
এক টুকরো   লাজ জড়ানো নতুন কনের ঢঙে  ।

এক টুকরো   মুক্তির বর্ণ দু হাতের সফল কর্মে
এক টুকরো   তৃষ্ণার দহন মানুষ  অমল ধর্মে ।
এক টুকরো   গভীর ধুলোঝড় সাগর হানা বাতাসে
এক টুকরো   উঠোন বাড়ি সম্পর্ক টানা আকাশে ।

এক টুকরো   মীরার একতারা দু চোখ মাখা অভিমানে
এক টুকরো   রাধার হৃদয় কাড়া কালার বাঁশির মোহটানে ।
এক টুকরো   গাছের মগ ডালে মগ্ন পাখি মীরার গানে
এক টুকরো   গাছের আড়ালে মগ্ন  কালা রাধার চানে ।

এক টুকরো   তাপ উত্তাপের আঁচ মাঝ খানে  
এক টুকরো   কাঁপন হানা  হৃদয় হাড়ের টানে ।
এক টুকরো   পোড়ো মন্দিরে  খন্ড শীলা মোহে
এক টুকরো   রাজপ্রাসাদে দীন দুখিয়ারী দন্ড সহে ।

এক টুকরো   পুরুষের  ঔরসে পুণ্য  দাগে
এক টুকরো   নারীর গর্ভের গর্ব পুণ্য জাগে ।


বিকাশ দাস
মুম্বাই
০৮/০২/২০১৬