গরীব থাকা ভালো
নিজের মতো নিজের ঘরে ।
স্বপ্ন  দেখা  ভালো
নিজের মতো নিজের করে ।

কার দিন ভালো কাটে কার দিন আজ বর্শা বিঁধে ছাড়খার
কার ঘরে বাতি জ্বলে দামী কার ঘর কলস গলায় অন্ধকার ।
  
কার ঘরে আজ বাড়ন্ত চাল কার ঘরে ফেলা যায় বাড়তি খাবার
কার ঘরে মরলে সখের বিড়াল বড়লোকি ঘর শোকে হাহাকার ।

কার ঘরে স্বামী স্ত্রী রোজ কথায় কথায় কাটে দিন বেজায় কাজিয়া করে
কার বউ রুগ্ন স্বামীর সুখে ঘর বাঁধে মুখ বুজে বাসন মেজে পরের ঘরে ।


কার রতন ছেলে বকাটে বিড়ি খায় মদ খায় বাপের ধন খরচ করে
কার ঘরের রতন কার মেয়ের সঙ্গে লুকিয়ে চুরিয়ে রোজ ফুরতি করে।


কার ছেলের একলা বুড়ো বাপ ঘরের বিনীত চৌকাঠে ঠাঁই বসে থাকে
কার ছেলে ফিরলো না আর ঘরে পড়লো বৌএর বাপের অর্থের পাঁকে।  

কার ঘরে প্রায়শ অনাহার কথা কাটাকুটি তবু আনন্দ বিহার ভালোবাসার
কার ঘরের ফুটো ছাদের  জটিল বর্ষার জলে দুহাত ধরে  সুখের সংসার ।

কার ঘরে রোজ উনুন জ্বলে দুবেলা সকাল সন্ধ্যা জমজমাট হেঁসেল ঘরে
কার ঘরে দারিদ্রতা উধাও হৃদয় উজার রঙের ভালোবাসার আগুণ ধরে ।

কার ঘরে লক্ষী আসেন হাসি খুসি সম্বছর অন্ন হাতে রাতুল পায়ে
কার কপালে দুমুঠো বাসি ভাত জোটে দিনমজুরীর ঘামের ঘায়ে ।


ঘর রাখা ভালো
নিজের মতো নিজের ঘরে ।
স্বপ্ন দেখা ভালো
নিজের মতো নিজের করে ।



বিকাশ দাস
মুম্বাই
১৭।০২।২০১৬