তোমাকে বেসেছি ভালো পড়ছে আজ মনে
সেই আরাম কেদারায়  বারান্দার এক কোনে  
বসে সকাল সন্ধ্যে রেশমি আলোর গন্ধে ;
তোমার রুপের রোদ বৃষ্টির নীল আনমনে
কুড়িয়ে নিতাম আমার দুহাতের গোপনে ।

বৈশাখের ঝড়ো হাওয়ায়
দেখেছি তোমার আঁচল হতে আলগা;
যদিও আমার দোর গোড়ায়
জৈষ্ঠের দুপুর পোড়া দিন
তোমার ছোঁয়ায় থাকতাম লীন সারাদিন
শ্রাবণী মেঘলা বৃষ্টি মিহিন  আরো পুড়িয়ে যেতো আমায়
তোমার যৌবনের বর্ণমালায় কথার কথায় কথার গোপনে ।।

মাঘের শীত শিশিরে
দেখেছি তোমার শরীর ভিজে দামিনী;
যদিও আমার রাতের নিবিড়ে
ফাগুনের রঙিন চাঁদ ফুল
তোমার কাঁখের জমাটে গুলে মশগুল
বসন্তের হিমানী দৃষ্টি তুহিন আরো পুড়িয়ে যেতো আমায়
তোমার যৌবনের বর্ণমালায়  কথার কথায় কথার গোপনে ।।

বিকাশ দাস
মুম্বাই
২৩/০২/২০১৬