লিখছি আর ছিঁড়ছি
ছিঁড়ছি আর লিখছি
যদি একদিন হয় লেখা আমার যা কিছু দেখা
অনুভূতির
অমোঘ কুচির সংযোগ এক নিটোল কবিতা
উঠোন বাড়ি সম্পর্কের সংহতির মিলন রেখা
প্রতীতির ।
কবিতার আন্দোলনে
মাটির বুকে দুর্ভিক্ষের দিনে ব্যাপক বৃষ্টিময় মেঘের দানা
শস্যময় ।
আদল বদলে আদর চিনে চিনে শব্দের ঝাঁঝে  হৃদয় টানা
বিশ্বময় ।
আঙুলের ডগায় সূর্য ফুটিয়ে   আকাশের বিনত অন্ধকারে
ফিরে আসা ।
বেলার আড়ালে ফুল ফুটিয়ে  নিঃশ্বাসের নিভৃত গন্ধজারে
ভালোবাসা ।  
আজও
কবিতার কাঁধে শব্দ ঋণের বোঝার ভার  
আসে দিন বিগত দিনের নিতে ফেরৎ জমা সুদে আসলে উসুল  
এটা কি আমার লেখার ত্রুটি না আমার দৃষ্টিভ্রম না আমার ভাবনার মস্ত ভুল ।


বিকাশ দাস / মুম্বাই