অদৃশ্য সুবাস
আপন ভোলা
নিথর জলে ঢেউয়ের দোলা
পরাণের নিভৃতে সুর তোলা
উৎসবের বাঁশি। পৃথিবীর হাসি।
জল-মাটি মিলেমিশে থাকার উচ্ছ্বাস
আলো-অন্ধকার অরণ্যছোঁয়া উল্লাস।
মদমত্ত পূর্ণিমা চাঁদ। প্রতীক্ষিত আর্তনাদ।  
কবির উদ্দীপ্ত কাব্য পাঁজর। উচ্ছ্বসিত কণ্ঠস্বর।
শব্দের স্নিগ্ধতা। মৃত্যুর নিস্তব্ধতা। অথর্ব ঈশ্বর।


দুর্ভিক্ষে বন্ধ্যা মাটির বুকে; শব্দের ধান কোটার সুখে  
বিনন্দিত মেঘ।
বৃষ্টিমুখর উজ্জীবিত রাত।
এক আকাশ সাদা ভাত।


কবির কলমে কলমে নিরস্ত থাক কালির কলঙ্ককাব্যগাথা  
দিনপঞ্জিকা প্রতিদিন থাক পুণ্যতিথি পীড়াশূন্য মঙ্গলপাতা।