দুঃখ দিলে বুঝতে পারি
তুমি ভীষণ ভালোবাসো আমাকে
যেমন...  তোলা জল ছুঁয়ে যায় তৃষ্ণাকে।
জলের সোহাগে কাগজের নৌকো ভেসে যায়।
বৃষ্টির নম্র স্রোতে গেরস্থালীর মাটি সোনা হয়ে যায়।


দুঃখ দিলে বুঝতে পারি
গাছের পাতায় আকাশের ছায়া; রোদ্দুরের আদরে বৃষ্টি-ভেজা সুখ
নিজেকে লুকিয়ে নিজের আড়ালে দেখে আসা তোমার প্রসন্ন মুখ।


আমার সুখে থাকার অনেক গল্পকথা শুনি হাটে-বাজারে
রোজ সকাল-সকাল সময় করে রেখে আসে সদর-দ্বারে
ফুলওয়ালা ফুল,দুধওয়ালা দু্ধ‌, কাগজওয়ালা খবরাখবর
জানি, দুঃখ গভীর হৃদয় খোলা যাপনমেলার সঙ্গী বরাবর।  


তবু দুঃখ দিও। যদিও দুঃখ...  
ফুলের গন্ধ, জ্যোৎস্না-জ্যোতির দুয়ার বন্ধ সংসার নয়
গাছ ছুঁয়ে দু’দণ্ড বসে শরীর জিরিয়ে চলে যাওয়া নয়।
অন্তরীণ সন্তাপের আগুনের আঁচে ঝলসানো দোজখ নয়।
দৃষ্টি-খোলা নজরে ভালোবাসার দৃষ্টান্ত দ্যাখানো পরখ নয়।


দুঃখ দিলে বুঝতে পারি
বাস্তবে... গোটা হৃদয় বুকের অসংখ্য পাঁজরে
ভালোবাসা...উৎসবি উপবাস অনুভূতির প্রাবরে ।
***