মেরে ধরে বাঁচা জেনো সোজা পথ নয়
কৃত্রিম হাসি ভরা মুখ জুড়ে একরাশ ভয়।


পুরনো দিনের কথা বারবার মনে পড়ে যায়
এই পথে হেঁটেছিল যারা বিলুপ্ত সবাই।


শোনো কথা মন দিয়ে আগে যা যা বলি,
জীবনে চলার পথে সক্কলে ছাড় দলাদলি ।


অন‍্যকে ঠকিয়ে যারা নিজে সুখে বাঁচতে চায়
মনে রেখো সেই পথ সোজা পথ নয় ।


আছে কি জগতে বেঁচে হিটলার কিংবা চন্ডাশোক! পৃথিবী চায়না আর ধ্বংসের মুখোমুখি দেখা হোক।


মানুষ হয়ে বাঁচতে শেখা বাঁচার শ্রেষ্ঠ উপায় ;
বেছে নিই চলো পথ  সক্কলে হয়ে নির্ভয়।