আধ ভাঙ্গা শিরদাঁড়া মাটি ছুঁয়ে গাছ
ভাসা ডোবা দৃশ‍্য দ‍্যাখে সুশীল সমাজ


চেনা-অচেনা রাস্তা হারায় মাঠের আল
গর্তে ঘুমোয় দিনপঞ্জী থমকে ঝাপসা সকাল


লোক আছে  মুখ নেই  বিলুপ্ত  ঠিকানা
নিখোঁজ লাঙল গরু মা হারা ছাগলের ছানা


খবর বাসি হয় হাতে হাতে ঘুরে
বিড়াল হাওয়াতে বাঘ মানুষ মৃত শরীরে


মানুষ মানুষে  আতঙ্ক  গৃহ কোণে সংগ্রাম
সন্দেশ মুখে মুখে প্রচার পায় দাম


প্রম্ট হয় একাধিক নাটক রঙ্গমঞ্চ ছাড়া
মৃত্যু  ছুঁয়ে  হর্ষে মাতে  শহরের পাড়া


খাল-বিল নদী-নালা আষাঢ়-শ্রাবণ
বন্ধু তবু শত্রু হয় কখনও কখন


যেটুকু হারিয়ে গেছে  যাক সেটুকুই যাক
পাখিদের ঠোঁটে আনা আলো রাস্তা দেখাক


তোমার সাহস দৃষ্টি  বল  অস্থিচর্ম সার
অন্ধকারের ভুলে মিছিলে হাঁটা অসত‍্য অসাড়


মুঠো মুঠো জ‍্যোৎস্না ভরা সূর্য  শরীর
বন্ধু তুমি এককাপড়ে দেখ  কতটা  নিবিড়।


                   --------:--------