প্রতি মুহূর্তে জমছে অনিশ্চিয়তার পাহাড়
যথার্থ সময় খুঁজে পাবার  আগে
চাপা গলায় শোনা যায়
গভীরে আহত হওয়ার শব্দ স্রোত
এ অসত‍্য জীবন আপাদমস্তক উদ্বাস্তু শিবির
নিচু হতে হতে আরো নিচু হয়
চোখে পড়ে খোলামকুচির মতন জলের ওপর
পা ছুঁয়ে পেরুচ্ছে দিঘী
পেরুচ্ছে চড়াই-উৎরাই
আপন মনে জন্ম নিচ্ছে বৈধ-অবৈধ পারস্পারিক সম্পর্ক
চোখে পড়ছে চোখ বাঁধা গান্ধারী
হাজারো স্বপ্ন তাকে ঘিরে জমে ওঠে অন্ধকার
বুকের ভিতর
ঘড়ির দিকে তাকাই
সময় দ‍্যাখে মানুষের বন্ধু এখন সর্বগ্রাসী আগুন
এমন সময়ও  মা আঁচলে  জড়িয়ে রাখে সবুজ
পাতায় পাতায়
রাতদিন খায় ছোবল
তবুও---


আঁচল
একমাত্র নিরাপদ
মাথা গোঁজার ঠাঁই
জননী-জন্মভূমি
সুন্দরের  কলিজায়
ভেদাভেদ যার  নাই।