সময় অতি সংক্ষিপ্ত অসীম  মূল‍্য তার
ফকির লালন বলে : বোঝেনা  এ বিশ্ব সংসার


খেটে খাওয়া দোষের নয় বাঁচার অধিকার
অনেক মৃত্যু মরে বাঁচে  সম্মুখে আবার


শ্রমিক-কৃষক কুলি  কুমোর কামার জেলে
বিলুপ্ত হলেও অবাক হয়ো না তোমরা সক্কলে


না নামলে পথে তুমিই হবে ঘটনার দায়ী
মাটি জল মানুষের চোখে অসত্য অস্থায়ী


ইশারায় দরিদ্র মানুষ রাষ্ট্রের  বোঝা হয়
আমিও তাদেরই মতন নগন্য একজন নিশ্চয়


মৃত‍্যু ছোঁয়া মুখে অশনি সংকেত আজ
শিকড় হারায় মাটি ঝড়ে ভাঙা গাছ


স‍্যাঁতস‍্যাঁতে জলা জমি বিষাক্ত অদৃশ‍্য অন্ধকার
তানপুরা হাতে ওস্তাদ তার  ছেঁড়া তার


ছায়ার সঙ্গে  ছুটে ছুটে  ক্লান্ত শরীর
শুয়ে পড়ে গুটিসুটি  নয় শান্ত স্থীর


তোমার চলার পথ চিরস্থায়ী নয়  জেনো
অদুরে হাজারও মুঠো হাত ঘামছে এখনও।