সময় লাগে বুঝতে মিথ্যা কতটা সত্য
সময়ও স্রোতে ভাসে গড়িয়ে যায় মুহূর্ত


সময় চলে ঘনিষ্ঠ দুঃসময়ের হাত ধরে
সময় যায় সময় আসে রাস্তা ঘুরে


ঝড়ের  মুখে  অন্ধকার  লুটোয় আলোর খুঁটি
নিকট  হয় দূর হারায় ভিটে মাটি


একটা আকাশ মাথায়  ভাঙ্গা আরেকটা রাত
পা দুখানা জলে ডাঙায় টানে হাত


শহর  যায়  দেখে গ্রামের ওটাই সুখ
লুকিয়ে চোখের জল ফেলা পাড়াগাঁয়ের অসুখ।


                ------------:------------