জীব জন্তু কীট পতঙ্গ
ফুল ও ফলে কালের বিবর্তন
গরীব মধ্যবিত্ত  শাঁখ আজানে
চোখ বন্ধ জীবন যাপন।


চেষ্টা ধরা মুঠোর ভিতর
তবুও হাত নিজেই ফসকায়
মেঘের ওপারে সূর্য ঢাকা
তাতে কূপমন্ডূকের কি এসে যায়!


করোনায়  মানুষ জেনেছে সত্য
মানুষের কোন জাত নাই
জেনেও ঢেউয়ে দৃষ্টিহারা চোখ
বর্ণ ভেদে ভোজন করায়।


মুখ থেকে মুখ ব‍্যাধি
ছড়ায়,মিশে কথায় কথায়
রাতকানা জেনেও কেউ কেউ
নিকষ অন্ধকারে পথ হাতড়ায়।


হাত মুঠো করা আঙুলে
থাকেনা বিভেদ কোন দিন
তোমাকে থামাতে এসেছে সময়
জয়ের পতাকা ঐ দ‍্যাখো উড্ডিন।