কতটুকু জানো নিজেকে তুমি
বাঁসা বেঁধে আছে কত ইতিহাস
তোমার বুকের শরীরে যার বাস;
চেনো তুমি নিজে আপনার ভূমি?


অন্ধ হয়ে    আছো অতি ক্ষীণ
তবু ছিঁড়ে যাও ছড়াও দূরে
পায়ের নিচে অন্ধকার ঘুরে
গোপন টানে উদাসীন আলোর দিন


এসব শুনেও  তুমি কতদিন
আকাশ থেকে ছিঁড়ে গড়িয়ে পড়বে
জলস্রোতে; হৃদপিন্ডের আগুন ভাসবে
ধুয়ে দেবে লজ্জা শরীরের ঋণ ---


পায়ের কাছে জাপ্টে মধ্যরাতের অন্ধকার
ঝাপসা রেখে  ঈশ্বরী দেখো রাতে
তারপর অন্যায়ের জেলহাজতে
মুখোমুখি দাঁড়াতে চাও একবার---