সবাই বলে মানুষ ভালো
মাটির মানুষ বাবার মেসো
সুযোগ যদি পাও কখনও
চোখের দেখা দেখে এসো।


সাত সকালে পুকুরে ডুব
দুপুর হলে গরম চা
শনি-রবি  ধুতি  চাদর
বাকি দিনে আদুল গা


শিশু কালটা কেটেছে তার
গিরিডি আর রকসোলে
মাতৃভাষা বাংলা তবু
দিনের বেলা হিন্দি বলে


কুকুর নিয়ে ঘোরেন ফেরেন
মোরগ নিয়ে শুতে যান
পাক সন্ধ‍্যায়  ঘুমিয়ে পড়েন
রাত দুপুরে ধরেন গান।


রাতের বেলা বাংলা বলার
খুঁজতে গিয়ে কারণ খানা
সামনে এলো অতীত জীবন
গুপ্ত কথা হলো জানা।


বাবার ছোট মেসো হলেন
দেব রঞ্জন কান্ত দাস
সুভাষ  বোসের  রেঙ্গুন পথে
তিনিই  ছিলেন  সঙ্গী খাস।


আঁকতে পারেন ভীষণ ভালো
রামকিঙ্কর বেজের মতো
অবিভক্ত ভারত আঁকেন আজও
লুকিয়ে রাখেন বুকের ক্ষত।