সুখের সংসার অতি পরিবার মস্ত
চলাফেরা ছোটাছুটি সকলে ভয়ঙ্কর ব্যস্ত


এসবের মধ্যে ছিল অমলের অসুখ
বাইরের প্রকৃতি দেখা হৃদয়ের সুখ


ঘুরছে পৃথিবী আজও রাস্তা ফাঁকা
দইওয়ালা নেই  পথে অমল একা


অজানাকে জানা আর অচেনাকে চেনা
কাল যে আপন ছিল আজ কেউ না


অদূরে বিশ্বাস বেঁচে আকণ্ঠ শোক
দেহমৃত পথে যত পৃথিবীর লোক


জোনাকি মূখর রাত ব্যর্থ অন্ধকার
জানায় ভোরের পাখি সে খবর বারবার


নতুন সকাল আসে আশায় আশায়
স্থির  লক্ষ্যে পৃথিবী ঘুরপাক খায়


জীবিত-মৃত একমানুষে মহামতি- চণ্ডাশোক
জেনেও জীবন নিয়ে খেলে একদল লোক।