বাড়ি থেকেই শোনা যেত ট্রেনের চাকার ঘষা
জানলা দিয়ে দেখা যেত যাত্রী যাওয়া আসা


ট্রেন ছুটে যায় বারুইপুরে ট্রেন ছোটে শেয়ালদা
ওঠা  নামায় দাঁড়িয়ে মাথা এগিয়ে শুধু পা


ফেরিওয়ালা হাঁকে জোরে বাদাম ছোলা আছে
নামার আগে একটা কিনুন বাবু আমার কাছে


বউয়ের ভাজা মেয়ের  প্যাকেট নেই কোন ভেজাল আপনাদের  দয়ায় ওঠে   আমাদের  মুখে ভাত ডাল


বন্ধ এখন ট্রেনের চাকা    স্তব্ধ যাওয়া আসা
ফেরিওয়ালা কোথায় জানো   কোথায় তার বাসা?


সবজি নিয়ে মাথায় করে   কে যায় গলির দিকে
সকাল সকাল স্বরটা যে খুব   কানে চেনা  ঠেকে


জানলা থেকে ডাকি আমি  ও ভাই ফেরিওয়ালা
তুমি তো রোজ বেচতে ট্রেনে  বাদাম এবং ছোলা!


ভাঙ্গা গলায় বলে শোনো   ও ভাই দিদিমণি
ট্রেন বন্ধ পেট চালাতে  আমি সবজি বিকিকিনি


ট্রেন চলে না মেচেদায়  ট্রেন চলে না বোলপুরে ফেরিওয়ালা আমার মতই  ঘরেই ঘুরে মরে


নাকে মুখে ছড়ায় ব্যাধি   মাস্কটা পড়ো তাই
দেশ বাঁচবে জাতি বাঁচবে   বাঁচবো আমরা সবাই।