হাতি ঘোড়া রণপা ছিল
ছিল নৌকা পালকি
গল্পে পক্ষীরাজ ছিল
চাকা দেখাল ভেলকি!


ভেবে দেখ মনে মনে
না যদি  ঘুরত চাকা
আজকের পৃথিবীটা ঠেকত অচেনা
লাগত নিজেকে বোকা।


গাছ পাখি মাটি জল
আকাশ বাতাস তারা
অবাক বিস্ময় চোখে দেখে
মানুষের  আজকের চলাফেরা।


খোকা খুকি তোমরা সবাই
ওঠ জেগে ভোরে
রবির সাথে ইচ্ছেডানা
মেল সোনা রোদ্দুরে।