সুড়ঙ্গের পাশ দিয়ে পড়ে আছে ফেনার মতন শাদা
থৈ থৈ জলে মধ্য রাতের ডাক
শৈশব ভুলিয়ে দেয়
ফেলে আসে অ-সময়


এই সময়ে কেউ এমন করে ডাকে না
যারা হঠাৎ অদৃশ্য হয় জানে হাঁটুর নিচে
কেমন দাঁড়িয়ে আছে সভ্যতা


এমন দিনেও কারও ঠোঁটে লেগে থাকে হাসি


দেখতে দেখতে দৃশ্য নেমে আসে রাস্তায়
হারিয়ে যায় মুহূর্ত
শুরু হয় রূপান্তর দিন---সংকেতবিহীন


হারানো তারা
ধাক্কা খাওয়া চাঁদ
হে রাতের পথ
চরিত্র খোয়াতে  কী
গড়িয়ে পড়ো নিচে!