বাজার হাটে ব্যস্ত মানুষ
থমকে আছে মনে মনে
চোখের চেয়ে অনেক বেশি
মূল্য দেয় শোনা কানে


অনেক চেনা ময়লা কাগজ
ইস্তাহার নামে জেনেছি সেদিন
মিথ্যা ভাষণে হারায় সত্য
স্মৃতি শক্তি হয় ক্ষীণ


স্নানের ঘাটে বলির পাঁঠা
একদল মানুষ খোঁজে গো-চোনা
নিকট দূরে  সংকটে প্রাণ
তবুও মানুষের ফেরেনা চেতনা


বিক্রি হয় জলের দামে
দেশ ভক্তির ভাঁড়ে  রস
গড়ায় জাতকের মুখে মুখে
লাট্টু তুমি আমি কস্ মস্


পলকে পাল্টায় কুশীলব চরিত্র
অস্ত্র হাতে বন্ধু প্রতিবেশী
ভাঙ্গে কাঁচ ফাটে কপাল
শোনা খবরে মন খুশি


এমনই ভয়ঙ্কর রাজমহল
গুমড়ে কাঁদে লক্ষ প্রাণ
খোদিত প্রস্তর বিদীর্ণ চেহারায়
কবরের মতো নিথর ম্রিয়মাণ


সৃষ্টির মূলে ভাঙ্গা-গড়া
মানব জীবন ভালোবাসার খপ্পরে
যারা এখনও নামনি রাস্তায়
যাযাবর জেনো নিজেরই ঘরে।