মাথা গুঁজে রাখে পাখায়  ডাক এলে
পিছনে জলের রেখা ফেলে ছুটে আসে
কেউ ডাকে চই - চই ,কেউ  তি- তি
গভীর জল সাঁতার টের পায়না
আগুন পেট মাঝে মাঝে ডুব সাঁতার দেয়
গভীরের কথা জেনে নেয়
মুণ্ডু কাৎ করে সূর্য  দ্যাখে এক চোখে
অবিশ্বাসী আকাশ  দূরে  মাটি ছুঁয়ে
গৃহস্থের উঠোনে  খসে পড়া পালক
হাওয়ায় পাক খায়  


বত্রিশ পাটি দাঁত বের করে গগন
হাঁস ডাকতে ডাকতে উঁচু গলায় বলে :
বসে পড়ো বসে পড়ো
শালপাতায় কৃপণ  হাতার খিচুড়ি
গড়িয়ে আসে কোলে


হস্তিকাঁদার পাথুরে বিকেলে সন্ধ্যা নেমে আসে
তখনও জলে ডাঙার হাঁস


ডান পা কাটা হানিফ গরুর গাড়ির টোঁরে  বসে একটু জিরিয়ে নেয়
হানিফের কাঠের পা  চাটে তিন পাঅলা কুকুর
মাথায় হাত রেখে হানিফ বলে :
ভাগ্যিস ডাক শুনে এসেছিলেম  ঠিক!
কানে সঞ্চিত আধপোড়া বিড়ি রেখে
সরিসৃপের মতন হাঁটে ক্ষুধার্ত পথিক---