ধর্ম সবই এক অমর সে বাণী
মসজিদ-মন্দিরে তবু মানুষের  মানহানি


মুখোশে  লুকনো মুখ বিচিত্র  কথা
দেবতার পরগণায় অমানুষেরই কথকতা।


শাসনে যা দাপট  তার আরও বেশি
ধর্ম সেনার অঙ্গ। গোপন আগ্রাসী।


আঁকাবাঁকা গলি পথ অন্ধকার  রাত
অসময়ে সন্ধ‍্যা হয় বিলম্ব প্রভাত।


দুর্যোগ থেমে গেলে পৃথিবী প্রকাশ
জয়ধ্বনি কখনও কোথাও বিদ্রূপ ;উপহাস।


ব্যভিচার খর্ব হোক জনতার রোষে
সন্ধ্যায় ডোবা সূর্য উঠুক প্রত্যুষে।