একটা  বর্ম ভাসছে বাতাসে দিগন্তের ঘরে
দেখে আমি নিজেকে ঢেকে রাখি স্বতন্ত্র হবার রাস্তায়
আমার একটা অবধি থাকতে নেই
আমাকে শুইয়ে রাখতে ব্যর্থ হবার ভয়ে
নিজেই শুয়ে আছে নিজের কোলে পোশাকের আড়ালে
আমার সমস্ত কাজ  এগিয়ে চলে  
না থামা পর্যন্ত---
দিনশেষে রাতের কাছে আশ্রয় নেয় অন্ধকার
সেও তাকে ধরে রাখতে পারে না
অথচ মিথ‍্যে অহংকার অলিতে গলিতে ঘুরে
বড়ো রাস্তায় এসে দাঁড়ায়

সব জানার পর প্রস্তুতকারকের মৃত্যু নিশ্চিত করি গোপনে উলঙ্গ রাজা হবার প্রয়োজনও শেষ হয়
জায়গায় দাঁড়িয়ে কথা বসিয়ে দিই পাখিদের ঠোঁটে একটু এগিয়ে ফুটে ওঠে আমার কথারা
নিচু হয়ে যায় সব স্বর
থমকে যায় সুন্দরকে দেখার মুহূর্ত
পায়ে পায়ে পাল্টাতে পাল্টাতে হাতের মুঠোয়
নড়াচড়া করে তুফান
মানুষের সনাতনী ঘুম মনের গলিপথে
শরীর পৌঁছে দেয়  গুহায়
তুমি জাগতে চেয়েও  জাগো না


তবুও---
বলো আছি
তাহাদের রঙিন হাজারদুয়ারি উচ্চাশার  অদূরে
ম্যানহোলের খুব কাছাকাছি