ঠাট্টা করে বলতো যাকে যোশুরে কই
সেই মানুষই লিখলো একদিন বর্ণপরিচয় বই


মায়ের প্রতি ভক্তি       আছে এমন যার
তাকে কখনো ভুলতে পারে    এই জগত সংসার


বিদ্যার সাগর তিনি  দয়া পূর্ণ  মনে
এমন মনীষী দ্বিতীয়টি নেই  এই ত্রিভুবনে


মানুষ যখন মানুষ হবে অন্তরে বাইরে
সরস্বতীর সঙ্গে পুজো সক্কলে  করবে ঈশ্বরে

যুগাবতার এমন মানুষ ভক্তিতে পুজো  পাক
মানুষই দেবতা গড়ে ভগবানও বুঝে যাক।