মিশে আছে ভোরের কুয়াশা
রাতের অন্ধকারের কালো আস্তরণে
মিশে আছে কোলাহল কার্নিশে
বারুদের গন্ধ মাখা বাতাসে
মিশে আছে শীতের গভীরে
আছাড়  খাওয়া বুকে আগুনের মুখে
মিশে আছে শিকড়ে মানুষের ভিড়ে
দেশ গাঁয়ে ডাঙ্গায় সবুজ হারানো মাঠে
মিশে আছে কথায় কথায়
আল পগাড়ে বাস রাস্তায়
তাজা তাজা প্রাণ জীবন-জীবিকার অলীক প্রেরণা মিথ্যে আশ্বাস
মিশে আছে ষাটোর্ধ্ব শরীরে অচেনা মন
লালসা লুকোনো যুবতী গড়ন
মিশে আছে গর্ভগৃহে থরে থরে তমসা শরীর
মিশে আছে সফেদ উত্তরীয়ে আকণ্ঠ প্রহসন
মিথ্যা গড়া আলোকিত  মন
তবুও ;
অপেক্ষা---
বাঁচে বালির ঝড়ের মুখে অনটনের শৈশব
দিকহারা যুবক-যুবতী জীবন
প্রতিবাদী গণ-অনশন।