........কাহারে তুই  পূজিস সংগোপনে,
                                  (রবীন্দ্রনাথ ঠাকুর)


মানুষ ঘর চায়. চায়
দু'বেলা দু'মুঠো গরম ভাত।
মানুষ কেন আকাশ মাথায়
আতঙ্কে কাটায় দিনরাত!


দিন খায় দিন আনে
খালি পেটে লক্ষ  মানুষ
শাসক তোমার ফিরবে কী হুশ
পৌঁছোবে সর্বহারার আর্তনাদ কানে?


মাটির দিকে তাকাও ; জানো
মানুষের আছে ভয়ংকর অভিমানও।
ফোঁটা ফোঁটা মুঠোর ঘাম
আগুনে লেখে জীবনের নাম।


কানাই,কাশেম,সরস্বতী -আফরিন
'ওরা কাজ করে' রাতদিন
ওরা রঘু       ওরা বীর
ওদের ঘর    ওদের মন্দির---