মুখে মিথ‍্যে লেগে আছে একরাশ


মুঠো মুঠোএঁঠো মুখ আলোর সামনে
অন্ধকারে মিশে
মিথ্যে হয়ে মিথ‍্যেরই পাশে
অনেক চেনা অচেনা মুখ
রুমাল দিয়ে বিড়াল বানিয়ে হাত পাকায়
ঘরে ঘরে চোখের সামনে
ফুল থেকে  পায়রা
দেখায় জাদুকর
সবাই দ‍্যাখে তোমার মিথ্যে লাগা মুখে
সত্যও লুকিয়ে বাঁচে সুখে
অরণ্যের অধিকার হারানো
ভারতের আদিবাসীর মতন
সেই সত্যের জাত নেই ধর্ম নেই বর্ণ নেই  হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রীষ্টান
ভেদরেখা নেই
নারী-পুরুষ ধনী-দরিদ্রের ছুঁতমার্গ নেই


মুখ থেকে মুখ ছড়ায়  ভয়ঙ্কর ওম


বুঝিনি শেষবারের মতো অসংখ্য মিথ্যের মধ্যে
এক টুকরো সত্য এসে
এক করে দেয় সব
কথায় কথায় মিশে
তবুও
দোলাচলে তুমি আমি
আমাদের ভেদাভেদ কিসে?


শিরদাঁড়া সোজা থাক
মুখ ঢাকা মাথা
না হয় অন্যথা
শুরু থেকে শুরু করা যাক---