শীত এসেছে গ্রাম শহরে
জানিয়ে দেয় অঘ্রানের ভোর
খোকাখুকি লেপের তলায়
সূর্যি মামা খোল দোর


আমরা সবাই বনের পাখি
ভোর থেকে করছি ডাকাডাকি
ছড়িয়ে দাও ওমের আলো
আমরা একটু গায়ে মাখি


হাড় কাঁপুনি ঠাণ্ডা রাতে
আমাদের নেই লেপ কাঁথা
আমরা তো সব চাষার মতো
জীবন দুখের সুতোয় গাঁথা


নীড় ভাঙ্গে বৈশাখী ঝড়
প্লাবন ভাসায় সোনার সংসার
তবু বাঁচি আশা নিয়ে
জীবন ছুঁয়ে জিত ও হার


সূর্য যেমন ওঠে রোজ
ফুল পাখি খুশি  কোরে
মুখ ঢেকোনা খোকাখুকি
তোমরা জাগো আবির ভোরে।