আশ্বিনের মাসে দক্ষিণে হেলেছে  সূর্য আকাশে
সাদা সাদা মেঘ- ফুল দোলে বাতাসে ।


পোয়াতি হয়েছে ধান ভরা সবুজের  মাঠে
পল্লী গাঁয়ে মেয়েরা দশ হাতে  খাটে।


গোবরে নিকানো উঠোন; পাতা পবিত্র আসন
মা দুর্গা  আসছে ঘরে মন উচাটন।


হই হই করে  শিশু পুজোর আগমনে
প্রফুল্ল সুগন্ধি বাতাস ছোটে কানন ও প্রাঙ্গণে।


প্রজাপতি মৌমাছি কানে কানে ছড়ায় খবর
এসেছে পুজোর রানী খুলে দাও দোর।