হাজার হাজার মুখোশে ঢাকা মুখ
সমুদ্রের ঢেউয়ের মতন এগিয়ে আসে


বুকে একটা চাপা অস্ফুট গোঙানি
ভেতর থেকে বেরিয়ে আসে লোকালয়ে---


আকাশ-বাতাস গাছও দাঁড়িয়ে দ‍্যাখে
মানুষ শোনে আপন হৃদপিন্ডের আওয়াজ।


সকলেই  রপ্ত করে যুদ্ধক্ষেত্রে কষ্ট
লুকানোর সবরকম আধুনিক কৌশল


হাটখোলা দরজার ভেতর আঘাতে আঘাতে
ধনুকের ছিলে পরানো সজ্জিত বেশ


আমি অনন্ত শূন্যতার বুকে নিশিডাক
শোনার মিথ্যে অভ্যেসে মঞ্চে উঠি


শোকের পোশাক খুলে নিজেকে সারাই


আমার এই পর্ব  থরেথরে সাজানো
ইস্তাহার ;দুঃখীদের ঘরে নতুন প্যারাবেল---


আমাকে জড়িয়ে জীবন  রাস্তায়
আমি  নিজেকে খুঁজি

শেষ প্রহরে শিয়ালের ডাক
দিনের কাছে পৌঁছে দেয়


গৃহস্থের উঠোনে ওড়ে  হাঁসের পালক
বাতাস চেনায় প্রাতে পরিচিত লোক।