কথা ঘোরে মুখে মুখে
শোনা যায় কানে
মরছে পাখি কঠিন ফ্লুতে
পথে, মাঠে ময়দানে।


লাখো লাখো মৃত্যু দ‍্যাখে
জ‍্যান্ত পাখির দল
সঙ্গী হারা হয়ে ভয়ে
করে কোলাহল।


জড়োসড়ো মানুষ মনে
বাতাস থমথমে
ভীষণ কঠিন সময় এখন
মৃত্যু ঘোরে বেনামে।


কপালে ভাঁজ  সূর্য চাঁদের
পৃথিবী মনমরা
পাখির কূজন হারিয়ে গেলে
বন্ধ‍্যা বসুন্ধরা।


হারায় যদি গাছের ফুল
প্রজাপতি ডানার রং
দিকশূন‍্য মানব জীবন
মতিভ্রমে সাজবে সং।


মানুষ মাটি জল বাতাসে
ঘুচে যাক দ্বন্দ্ব
বাঁচও এবং বাঁচতে দাও
প্রাণে ফিরুক ছন্দ।