ঘুরবে না এবার রথের চাকা
মাসির বাড়ি যাবেনা জগন্নাথ
ভক্ত জানে এই অনীহায়
আছে প্রভুর অদৃশ্য হাত


পথে পথে লাখো মানুষ
টানে পুরীর রথের দড়ি
ভক্ত জনের প্রাণ বাঁচাতে
এবার যাবে না মাসির বাড়ি


রথের দড়ি  টান সবাই
চার দেয়ালের মাঝখানে
সাজাও রথ ধামের মতই
ঘরে ঘরে ভক্ত জনে


কবির কথায় : "মানুষ দেবতা
গড়ে তাহার মহিমা  'পরে
থাকে দেব  মনুষ্য নির্ভর "
বাঁচুক দেবতা মানুষের ঘরে


এমনি করেই অন্তরে থাক
দেবতা নানান জীবের রূপে
দেবের আলয় হৃদয়ে সাজুক
জীব প্রেম ভালোবাসা  জপে।