বিন্দুমাত্র দাঁড়িয়ে নেই সময়
আঙ্গুলের ফাঁকে অনায়াসে গলে যায়
দিন রাত গভীরে খুব ব্যস্ত
পৃথিবী একা সাবধানে পাক খায়।


চোখের জলে ভেজা কঠিন সময়
দিনদিন হয় লোহার চেয়েও ভারী
অন্ধকার রাতে হাওয়ায় ওড়ে গান্ধী
কাজ হারিয়ে মুহূর্তে মানুষ অসংসারী।


নদী আগের মতোই এখনও বইছে
সূর্য উঠে একবিন্দুও দাঁড়ায় না এখানে
জ্বলতে জ্বলতে ক্লান্ত সব তারারা
দ‍্যাখে ভাদু নাচ মাটির উঠোনে।


হাত গুটিয়ে আকাশ নিচু মুখ
উল্কাপাতে আগুন আগুন হাওয়া
এখন আর রাত অসহ্য লাগে না
সয়ে গেছে সব আসা যাওয়া।


আজকাল সবাই বোঝে ঠিক ততটুকুই
যতটুকু না বুঝলে বিপ্লব হয় ফিকে
রাষ্ট্রবিজ্ঞান বলেনি কোথাও কক্ষনো
যা শুনছি এখন হামেশাই চারদিকে।
          --------:--------