গিরগিটির মতো রং পাল্টানো মানুষ
অতীত কথা হারিয়ে ফেলে নিজের শরীরে
মাথার বাইরে রাখে আঁতুড়ঘর
পাল্লা দিয়ে প্রতিযোগিতার লড়াই করে
ভুলিয়ে দেয় জন্মের অধিকার
খুঁজে দেখেনা ইতিহাসের পাতা
চিনতে পারে না নিজেকে আফ্রিকা
সুদূর অতীত,চরম ভবিষ্যৎ
আস্তে আস্তে রাতের মতন অন্ধ হয়ে আসে
কালো রং ঘৃণা  করে  
মৃত্যু পাশে দেখেও দেখেনা
পালকের নিচে কাক ও বক,পানকৌড়ি
আর মাছরাঙার অভিন্ন হৃদয় শরীর
বয়স দেড় লক্ষ বছর
তবুও;
মানুষের ছেলেমানুষি গেল না
আলোহীন নাগরদোলার অন্ধকার
ভরকেন্দ্রে এখনও মানুষই---