সমস্ত পীড়িত মুখ রাষ্ট্রচেতনা
সমস্ত পয়ঃপ্রণালী ব্যর্থ বিপ্লব
সমস্ত নিঃশ্বাস সূর্যতাপ
সমস্ত মুঠো হাত সমবেদনা


সমস্ত শ্রমিক কৃষক একা একটা গাছ


রাস্তায় আকাশ পথ রুখে দেয় একদল পঙ্গপাল
মুহূর্তে অন্ধকার মাটি ছোঁয় ;আলো করে দেয় শব্দ শরীর
ভয়ঙ্কর কঠিন শব
সোজা ছিল তখনও  শিরদাঁড়া
নিঃশব্দ  যতটুকু  ছুঁয়ে ছিল ততটুকু তার বাঁচা।


বাইরে কিছু নেই ;যা কিছু গভীরের পিছুটান ছিঁড়ে
লুপ্ত করে এগিয়ে যায় আরও গভীরে---


মন্বন্তর শেষে ঘাস হয় সবুজ
উপহার দেয় ফুল
নিগূঢ়  আশায় এগিয়ে যায় পদযাত্রা
শব্দের অনুকরণে শুরু হয় ধ্বনি


দিকে দিকে মুহূর্তের স্তব্ধতা


পথে রাস্তা হারায় পরিযায়ী শ্রমিক
নির্বাক কৃষক আর অভুক্ত রাষ্ট্রহারা শিশু---