শ্যাম নগরের সাত কড়ির
হাসি ছিল মানা
হাসেনা সে  আপন মনে
কথা সবার জানা


হঠাৎ  সেদিন  মাথায় পোকা
উঠলো নড়ে যেই
শুরু হল হাসি তার
থামার বালাই নেই


জুটলো পাড়ার ছেলে মেয়ে
দেখলে অবাক হয়ে
কেউ পালালো ছুটে ঘরে
বিকট হাসির  ভয়ে


একুশ  দিন হাসার পর
কান্না হলো শুধু
দেখলো সবাই ডাগর চোখে
কোঁচকানো তার ভুরু


কেঁদেই চলে সাত কড়ি
থামতে গেছে ভুলে
থামল শেষে হাসি তার
হেঁচকি ন'টা তুলে


এমনি ভাবে হাসি কান্নায়
সাত কড়ির  জীবন
গড়িয়ে চলে জলের মতন
সঙ্গে  ভীতু  মন


শ‍্যাম নগরের সবাই জানে
সাত কড়ির ব্যাথা
যখন তখন কান্না হাসির
পিছনে কার মাথা


সাত  কড়ির মতন এখন
হাজার কড়ি পথে
প্রান দেয় চোখ ইশারায়
দেব ঘুমোয় রথে।