সুপ্ত আশা  ইচ্ছে দোলায়
সোনার জলে ডুবোয় পা
রামধনু রং আঁকড়ে রোদে
আকাশ থাকে আদুড় গা


সূর্য যেমন আছে থাক
তুমি এসো জোনাক  হয়ে
ঈশান কোণে দিবস নিশি
থেকো না আর নীরব হয়ে


ঠান্ডা  উনুন তরল  আগুন
হাজার দুয়ার কবর  সারি
শুকনো ডালে শকুন বসা
দ‍্যাখে পৃথিবীটা পাড়ার মনোহারী


মুঠোয় ধরা  আলগা সম্পর্ক
নিভৃতে আশ্বাস শুয়ে পাশে
ইশারায়  রাস্তা ঘুর পাকে
আড়ি দিয়ে পাশেই বসে


সন্ধ্যা নদী হৃদয় মঠ
ধ্বংস লীলায় মধ্যরাত
অন্ধকার একান্ত গোপন তবু
বিদ্যুৎ ছড়ায় আলোর হাত


চেনা কণ্ঠস্বর হাতে তরবারি
কালপুরুষ দাঁড়িয়ে আছে শিরে
মুহূর্তে ফেটে পড়ে রহস্য
নিজেরই জটায়  মানুষের ভিড়ে।


বহুদূরে  ছলছলে তুমি  অন্তরালে
সর্বস্বহারার মতো  ম্রিয়মান
পৃথিবীতে মানুষ ছিলনা যদ্দিন
শিরদাঁড়াও   ছিলনা  এক খান


নিরুপদ্রব  জীবন চেয়ে মানুষ
গোপনে স্বভাব বাঁচিয়ে রাখে
শরীর  খোঁজে কিছু বিস্ময়
সময় গড়িয়ে যাওয়া দ‍্যাখে।