এই পথে উল্লাস কোনও দিনও উঁকি মারেনি
বাউল শোনায় গান দেবতার নামে সমুদ্র কাহিনী

শেষ ভয় আঁকড়ে  আছে  ক্ষীণ  কন্ঠনালী
মুহূর্তে অচেনা হয়ে ওঠে গ্রাম-শহর পয়প্রণালী


দৃষ্টি নিয়ে অন্ধ চলা বিস্তৃত তাপ- শোক
উঠোনে দয়াল নাচে বাতাসে ঘোরে হাঁসের পালক


ঝড় বাদলে যত ভয় শীতেও কম নয়
তারও চেয়ে বেশী ভয় বাতাসে কখন কী হয়!


চারপাশে কানা গলি ঈশ্বর দাঁড়িয়ে মেঠো পথে
হাওয়াতে দোলে মাটি ঢেউ সূর্য ভাঙ্গে হাতে


আদৌ মানুষই নয় দেবতা ভাবছো যাকে
মানুষ ছাড়া কে বাঁচাবে  এই দুর্বিপাকে!