সকাল হলেই সকাল বুকে নিয়ে
কাছের মানুষ দাঁড়ায়  কাছ  ঘেষে
নরম রোদে আলো ছোঁয়া মুখ
অন্ধকারেও জ্বলে ওঠে জীবন ভালোবেসে


কাজের মানুষ রাস্তা হেঁটে মরে
হাওয়ার মুখে খবর ঘোরে ফেরে
আষাঢ় শ্রাবণ অঘ্রাণ পৌষের দিন
আলো থেকে আটকে অনেক দূরে


নাক ঢাকা মুখ  কথার ফুলঝুরি
তলহারানো সহজ শ্রোতার ব্যর্থ জীবনে
আকাশকুসুম তুলোর মত সাদা
ভ্রান্ত জেনেও খাড়া কানে শোনে


থমকে আছে শান্তি রঙের জ‍্যোৎস্না
কলম শুয়ে শাদাপাতার পাশে
মৃত‍্যু নীরব দেখে ভোরের পাখি
আকাশ  শোনে মাটির কান্না বাতাসে


দুঃখ ভরা মাঠ একা শঙ্কায়
লাঙ্গল গরু  চাষীর  দেখা নাই
সবুজে সবুজ এনে দিত যারা
তারা কেউ মাটি ছুঁয়ে নাই


জলের তোড়ে শিকড় মাটি ছাড়া
পাথর  ঘামে খেয়ে  ঢেউয়ের আঘাত
কিছু আর বাকি নেই আজ
ঘরে ঘরে মুখ  ছড়ায় অভিসম্পাত।
            --------:--------